গীতসংহিতা 18:14-17 পবিত্র বাইবেল (SBCL)

14. তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন,আর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।

15. হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়মাটির তলার জল দেখা দিল,পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।

16. তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন,গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন।

17. আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন;বাঁচালেন বিপক্ষদের হাত থেকেযাদের শক্তি আমার চেয়েও বেশী।

গীতসংহিতা 18