গীতসংহিতা 17:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, তুমি ন্যায় কথা শোন, আমার কান্নায় কান দাও;আমার ছলনাহীন মুখের প্রার্থনা শোন।

2. আমার উপর তোমার বিচার যেন ন্যায্য হয়;যা সত্যি তা তোমার চোখে ধরা পড়ুক।

3. তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছআর রাতে আমাকে পরীক্ষা করেছ;আমাকে যাচাই করেও দেখেছকিন্তু কিছুই খুঁজে পাও নি।আমি ঠিক করেছি কোন পাপের কথায়আমার মুখ আমি ব্যবহার করব না।

গীতসংহিতা 17