2. তাঁর শক্তিপূর্ণ কাজের জন্য তাঁর প্রশংসা কর,তাঁর সীমাহীন মহত্বের জন্য তাঁর প্রশংসা কর।
3. তূরী বাজিয়ে তাঁর প্রশংসা কর,বীণা আর সুরবাহার বাজিয়ে তাঁর প্রশংসা কর।
4. খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তাঁর প্রশংসা কর,তারের বাজনা আর বাঁশী বাজিয়ে তাঁর প্রশংসা কর।
5. জোর আওয়াজের করতাল বাজিয়ে তাঁর প্রশংসা কর,ঝন্ঝন্ করা করতাল বাজিয়ে তাঁর প্রশংসা কর।
6. শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক।সদাপ্রভুর প্রশংসা কর।