2. হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা কর;হে তাঁর সমস্ত শক্তিদল, তাঁর প্রশংসা কর।
3. হে সূর্য ও চাঁদ, তাঁর প্রশংসা কর;হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা কর।
4. হে স্বর্গ, তাঁর প্রশংসা কর;হে আকাশের উপরের জল, তাঁর প্রশংসা কর।
5. এরা সব সদাপ্রভুর প্রশংসা করুক,কারণ তিনি আদেশ দিলেন আর এদের সৃষ্টি হল।
6. এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন;তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না।