1. সদাপ্রভুর প্রশংসা হোক। স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর;আকাশে ও মহাকাশে তাঁর প্রশংসা কর।
2. হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা কর;হে তাঁর সমস্ত শক্তিদল, তাঁর প্রশংসা কর।
3. হে সূর্য ও চাঁদ, তাঁর প্রশংসা কর;হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা কর।