11. কিন্তু যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করেআর তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে,তাদের নিয়েই সদাপ্রভুর যত আনন্দ।
12. হে যিরূশালেম, সদাপ্রভুর গুণগান কর;হে সিয়োন, তোমার ঈশ্বরের গৌরব কর।
13. তিনিই তো তোমার ফটকগুলোর আগল শক্ত করেছেন,তোমার মধ্যে বাসকারী লোকদের আশীর্বাদ করেছেন।