8. সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ;তিনি সহজে অসন্তুষ্ট হন না এবং তাঁর অটল ভালবাসার সীমা নেই।
9. সদাপ্রভু সকলের জন্যই মংগলময়;তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।
10. হে সদাপ্রভু, তুমি যা কিছু সৃষ্টি করেছসে সবই তোমাকে ধন্যবাদ দেবে;তোমার ভক্তেরা তোমার গৌরব করবে।
11. তারা তোমার রাজ্যের গৌরবের কথাআর তোমার শক্তির কথা বলবে;