7. তুমি যে তাদের প্রচুর মংগল করেছ তা তারা বলে বেড়াবে,তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে।
8. সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ;তিনি সহজে অসন্তুষ্ট হন না এবং তাঁর অটল ভালবাসার সীমা নেই।
9. সদাপ্রভু সকলের জন্যই মংগলময়;তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।
10. হে সদাপ্রভু, তুমি যা কিছু সৃষ্টি করেছসে সবই তোমাকে ধন্যবাদ দেবে;তোমার ভক্তেরা তোমার গৌরব করবে।
11. তারা তোমার রাজ্যের গৌরবের কথাআর তোমার শক্তির কথা বলবে;
12. যাতে সব মানুষ তোমার শক্তিপূর্ণ কাজের কথা জানতে পারে,আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।
13. তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য;তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।
14. যারা পড়ে যাচ্ছে সদাপ্রভু তাদের ধরে রাখেন;যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।
15. আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে;ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক।
16. সমস্ত প্রাণীর মনের ইচ্ছাতুমি হাত খুলে পূরণ করে থাক।
17. সদাপ্রভু তাঁর সমস্ত পথে ন্যায়বানআর সমস্ত কাজে বিশ্বস্ত।
18. যারা সদাপ্রভুকে ডাকে, অন্তর দিয়ে ডাকে,তিনি তাদের কাছেই থাকেন।