6. লোকে তোমার ভয়-জাগানো আশ্চর্য কাজের শক্তির কথা বলবে,আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।
7. তুমি যে তাদের প্রচুর মংগল করেছ তা তারা বলে বেড়াবে,তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে।
8. সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ;তিনি সহজে অসন্তুষ্ট হন না এবং তাঁর অটল ভালবাসার সীমা নেই।