15. আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে;ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক।
16. সমস্ত প্রাণীর মনের ইচ্ছাতুমি হাত খুলে পূরণ করে থাক।
17. সদাপ্রভু তাঁর সমস্ত পথে ন্যায়বানআর সমস্ত কাজে বিশ্বস্ত।
18. যারা সদাপ্রভুকে ডাকে, অন্তর দিয়ে ডাকে,তিনি তাদের কাছেই থাকেন।
19. যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করেতাদের মনের ইচ্ছা তিনি পূরণ করেন;সাহায্যের জন্য তাদের কান্না শুনে তিনি তাদের রক্ষা করেন।
20. যারা সদাপ্রভুকে ভালবাসে তাদের সকলকে তিনি রক্ষা করেন,কিন্তু সব দুষ্টদের তিনি ধ্বংস করে ফেলবেন।