1. সদাপ্রভুর গৌরব হোক, তিনি আমার আশ্রয়-পাহাড়;তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন,আমার আংগুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে।
2. তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার দুর্গ,আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা;তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই;তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন।
3. হে সদাপ্রভু, মানুষ এমন কি যে, তার দিকে তুমি খেয়াল কর?মানুষের সন্তানই বা কি যে, তার দিকে তুমি মনোযোগ দাও?
4. মানুষ তো নিঃশ্বাস মাত্র;তার দিনগুলো সরে যাওয়া ছায়ার মত।