3. শত্রু আমার পিছনে তাড়া করেছে,সে আমাকে চুরমার করে মাটিতে ফেলেছে;অনেক দিন আগেকার মৃত লোকদের মতইসে আমাকে অন্ধকারে বাস করাচ্ছে।
4. সেজন্য আমি নিরাশ হয়ে পড়েছি;আমার ভিতরে আমার অন্তর অসাড় হয়ে পড়েছে।
5. আমি পুরানো দিনের কথা মনে করি,তোমার সমস্ত কাজের বিষয় ধ্যান করি;তোমার হাত যা করেছে তা চিন্তা করি।
6. আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে দিই;শুকনা জমির মত আমার প্রাণ তোমার জন্য পিপাসিত।
7. হে সদাপ্রভু, তুমি আমাকে শীঘ্র উত্তর দাও,কারণ আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে;আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে রেখো না,যেন মৃতস্থানে যারা নেমে যাচ্ছেআমি তাদের মত হয়ে না পড়ি।
8. সকালে তুমি আমাকে তোমার অটল ভালবাসার কথা শোনাও,কারণ আমি তোমার উপরেই নির্ভর করে আছি;কোন্ পথে যেতে হবে তা আমাকে দেখাও,কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
9. হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকেতুমি আমাকে উদ্ধার কর,কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
10. তোমার ইচ্ছামত কাজ করতে তুমি আমাকে শিখাও,কারণ তুমিই আমার ঈশ্বর;তোমার মংগলময় আত্মা দ্বারা আমাকে সমান পথে চালাও।
11. হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্যআমাকে নতুন শক্তি দাও;তোমার ন্যায়ে বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার কর।