গীতসংহিতা 14:2-6 পবিত্র বাইবেল (SBCL)

2. সদাপ্রভু স্বর্গ থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন,দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা,দেখতে চাইলেন কেউ ঈশ্বরের ইচ্ছামত কাজ করে কিনা।

3. তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে,সবাই একসংগে খারাপ হয়ে গেছে;ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।

4. যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ?লোকে যেমন করে খাবার খায়তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে;তারা সদাপ্রভুকে ডাকে না।

5. ঈশ্বর তাঁর ভক্তদের সংগে আছেন,তাই ঐ সব লোকেরা ভীষণ ভয়ের মধ্যে থাকবে।

6. তোমরা যারা মন্দ কাজ করছ,তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ,কিন্তু সদাপ্রভুই তাদের আশ্রয়।

গীতসংহিতা 14