গীতসংহিতা 139:4-9 পবিত্র বাইবেল (SBCL)

4. হে সদাপ্রভু, কোন কথা আমার মুখে আনার আগেইতুমি তার সবই জান।

5. তুমি সব দিক থেকেই আমাকে ঘিরে ধরেছ,আর আমাকে তোমার অধীনে রেখেছ।

6. তোমার এই জ্ঞান আমার পক্ষে বুঝতে পারা অসম্ভব;তা খুব উঁচু, আমার নাগালের বাইরে।

7. তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি?তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি?

8. যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;

9. যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি,যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি,

গীতসংহিতা 139