3. তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয়খুব ভাল করে খোঁজ নিয়ে থাক;তুমি আমার জীবন-পথ ভাল করেই জান।
4. হে সদাপ্রভু, কোন কথা আমার মুখে আনার আগেইতুমি তার সবই জান।
5. তুমি সব দিক থেকেই আমাকে ঘিরে ধরেছ,আর আমাকে তোমার অধীনে রেখেছ।
6. তোমার এই জ্ঞান আমার পক্ষে বুঝতে পারা অসম্ভব;তা খুব উঁচু, আমার নাগালের বাইরে।
7. তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি?তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি?
8. যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি;যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি;
9. যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি,যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি,
10. সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে,তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে।
11. যদি আমি বলি, “অন্ধকার আমাকে ঢেকে ফেলবে,আর আমার চারপাশে যে আলো আছেতা অন্ধকার হয়ে যাবে,”তবুও তাতে কোন লাভ হবে না;
12. কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়।রাত দিনের মতই আলোময়;তোমার কাছে অন্ধকার আর আলো দুই-ই সমান।
13. তুমিই আমার অন্তর সৃষ্টি করেছ;মায়ের গর্ভে তুমিই আমার দেহের অংশগুলো একসংগে বুনেছ।
14. আমি তোমার গৌরব করি,কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া;আশ্চর্য তোমার সব কাজ,আমি তা ভাল করেই জানি।
15. যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল,মায়ের গর্ভে যখন আমার দেহ নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল,তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।
16. তোমার চোখ আমার গড়ে-না-ওঠা দেহ দেখেছে।আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন আরম্ভ হয় নি,তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।