গীতসংহিতা 139:14-17 পবিত্র বাইবেল (SBCL)

14. আমি তোমার গৌরব করি,কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া;আশ্চর্য তোমার সব কাজ,আমি তা ভাল করেই জানি।

15. যখন আমাকে গোপন স্থানে গড়ে তোলা হচ্ছিল,মায়ের গর্ভে যখন আমার দেহ নিপুণ ভাবে গেঁথে তোলা হচ্ছিল,তখন আমার গড়ন তোমার কাছে লুকানো ছিল না।

16. তোমার চোখ আমার গড়ে-না-ওঠা দেহ দেখেছে।আমার জন্য ঠিক করে রাখা দিনগুলো যখন আরম্ভ হয় নি,তখন তোমার বইয়ে সেগুলোর বিষয় সবই লেখা ছিল।

17. হে ঈশ্বর, তোমার এই সব পরিকল্পনা আমার কাছে কত দামী!সেগুলো অসংখ্য।

গীতসংহিতা 139