গীতসংহিতা 135:4-6 পবিত্র বাইবেল (SBCL)

4. সদাপ্রভু যাকোবকে তাঁর নিজের জন্য,ইস্রায়েলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন।

5. আমি জানি সদাপ্রভু মহান;আমাদের প্রভু সব দেব-দেবতার চেয়েও মহান।

6. আকাশে, পৃথিবীতে, সাগরে ও পৃথিবীর গভীর স্থানেসদাপ্রভু তাঁর ইচ্ছামত কাজ করেন।

গীতসংহিতা 135