গীতসংহিতা 135:1-2-4 পবিত্র বাইবেল (SBCL)

1-2. সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর গৌরব কর;হে সদাপ্রভুর সেবাকারীরা,যারা সদাপ্রভুর ঘরে সেবা-কাজ করে থাক,যারা আমাদের ঈশ্বরের ঘরের উঠানে সেবা-কাজ করে থাক,তোমরা সদাপ্রভুর গৌরব কর।

3. সদাপ্রভুর গৌরব কর, কারণ তিনি মংগলময়;তাঁর প্রশংসা-গান কর, কারণ তা করা খুব ভাল।

4. সদাপ্রভু যাকোবকে তাঁর নিজের জন্য,ইস্রায়েলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন।

গীতসংহিতা 135