15. অন্যান্য জাতিদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে তৈরী;সেগুলো মানুষের হাতে গড়া।
16. তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,চোখ আছে, দেখতে পায় না;
17. তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই।
18. যারা এগুলোকে তৈরী করেআর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করেতারাও ঐ সব প্রতিমার মত হবে।
19. হে ইস্রায়েলের বংশ, সদাপ্রভুর গৌরব কর;হে হারোণের বংশ, সদাপ্রভুর গৌরব কর;
20. হে লেবির বংশ, সদাপ্রভুর গৌরব কর;হে সদাপ্রভুর ভক্ত লোকেরা, তোমরা তাঁর গৌরব কর।