10. তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেনআর শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন।
11. তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে,আর কনানের সব রাজাদের মেরে ফেলেছিলেন।
12. তিনি তাদের দেশ তাঁর লোক ইস্রায়েলীয়দেরঅধিকার হিসাবে দান করলেন।
13. হে সদাপ্রভু, তোমার সুনাম চিরকাল স্থায়ী।হে সদাপ্রভু, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে;
14. কারণ সদাপ্রভু তাঁর লোকদের প্রতি ন্যায়বিচার করবেন,আর তাঁর দাসদের প্রতি করুণা করবেন।
15. অন্যান্য জাতিদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে তৈরী;সেগুলো মানুষের হাতে গড়া।
16. তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,চোখ আছে, দেখতে পায় না;
17. তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই।
18. যারা এগুলোকে তৈরী করেআর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করেতারাও ঐ সব প্রতিমার মত হবে।