5. যতক্ষণ না সদাপ্রভুর জন্য একটা জায়গা খুঁজে পাই,যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের জন্যএকটা বাসস্থান খুঁজে পাই।”
6. আমরা ইফ্রাথা থেকে সাক্ষ্য-সিন্দুকের খবর শুনেছিলাম,যায়ারের মাঠে সেটা পেয়েছিলাম;
7. চল, আমরা তাঁর বাসস্থানে যাই,তাঁর পা-দানিতে উবুড় হয়ে তাঁর উপাসনা করি।
8. হে সদাপ্রভু, ওঠো, তোমার বিশ্রামের জায়গায় এস;তুমি এস, আর তোমার শক্তির সিন্দুক আসুক।
9. তোমার পুরোহিতেরা ন্যায়ের পোশাক পরুক,আর তোমার ভক্তেরা আনন্দে গান করুক।
10. তোমার দাস দায়ূদের দরুন তোমার অভিষিক্ত লোকের প্রার্থনাতুমি ফিরিয়ে দিয়ো না।
11. সদাপ্রভু দায়ূদের কাছে এই নিশ্চিত শপথ করেছেনযা তিনি কখনও ভাঙ্গবেন না,“তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
12. তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করেআর আমার বাক্য মেনে চলে যা আমি তাদের শিখাব,তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরেতোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”
13. সদাপ্রভু সিয়োনকে বেছে নিয়েছেন;তাঁর বাসস্থানের জন্য এটাই তিনি চেয়েছিলেন।
14. তিনি বলেছিলেন, “এটাই আমার চিরকালের বিশ্রামের স্থান;আমি এখানেই বাস করব, কারণ আমি তা-ই চেয়েছি।
15. আমি সিয়োনকে প্রচুর খাবার দিয়ে আশীর্বাদ করব;খাবার দিয়ে সেখানকার গরীব লোকদের তৃপ্ত করব।
16. আমি সিয়োনের পুরোহিতদের উদ্ধারের পোশাক পরাব;সেখানকার ভক্তেরা আনন্দে জোরে জোরে গান করবে।
17. আমি সেখানে দায়ূদের জন্য একটা শক্তিশালী বংশ গড়ে তুলব;আমার অভিষিক্ত লোকের জন্যআমি একটা বাতি জ্বালাবার ব্যবস্থা করেছি।