10. তোমার দাস দায়ূদের দরুন তোমার অভিষিক্ত লোকের প্রার্থনাতুমি ফিরিয়ে দিয়ো না।
11. সদাপ্রভু দায়ূদের কাছে এই নিশ্চিত শপথ করেছেনযা তিনি কখনও ভাঙ্গবেন না,“তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
12. তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করেআর আমার বাক্য মেনে চলে যা আমি তাদের শিখাব,তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরেতোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”