1. হে সদাপ্রভু, তুমি দায়ূদের সমস্ত কষ্টের কথা মনে করে দেখ।
2. তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করেছিলেন,যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের কাছেএই প্রতিজ্ঞা করেছিলেন,
3. “আমার ঘরে আমি ঢুকব না,কিম্বা বিছানাতেও শোব না;
4. আমার চোখে ঘুম আসতে দেব না,চোখের পাতায় তন্দ্রা নামতে দেব না;
5. যতক্ষণ না সদাপ্রভুর জন্য একটা জায়গা খুঁজে পাই,যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের জন্যএকটা বাসস্থান খুঁজে পাই।”
6. আমরা ইফ্রাথা থেকে সাক্ষ্য-সিন্দুকের খবর শুনেছিলাম,যায়ারের মাঠে সেটা পেয়েছিলাম;