1. হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে?আমার কাছ থেকে আর কতকালতুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে?
2. আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব,আর প্রতিদিন আমার অন্তর বেদনায় ভরে উঠবে?আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে?
3. হে আমার ঈশ্বর সদাপ্রভু,আমার দিকে চেয়ে দেখ, আমাকে উত্তর দাও;আমার শক্তি ফিরিয়ে দাও,নইলে আমার উপর আসবে মরণের ঘুম।