1. হে সদাপ্রভু, রক্ষা কর, তোমার ভক্তেরা আর নেই;বিশ্বস্ত লোক মানুষের মধ্য থেকে উধাও হয়ে গেছে।
2. মানুষ মানুষের কাছে মিথ্যা কথা বলে;তারা কথা বলে খোসামুদে ঠোঁটেআর ছলনা-ভরা অন্তরে।
3-4. যারা বলে, “জিভের জোরেই আমরা জয় করে নেব;আমাদের ঠোঁট আমাদের পক্ষে আছে,কে আমাদের কর্তা হবে?”তাদের খোসামুদে ঠোঁট আর গর্ব-ভরা জিভ্যেন সদাপ্রভু কেটে ফেলেন।