87. পৃথিবী থেকে তারা আমাকে প্রায় মুছে ফেলেছিল,কিন্তু তোমার নিয়ম-কানুন আমি ত্যাগ করি নি।
88. তোমার অটল ভালবাসায় তুমি আমাকে নতুন শক্তি দাও,যাতে তোমার মুখের বাক্য আমি পালন করতে পারি।
89. হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে চিরকাল স্থির আছে।
90. বংশের পর বংশ ধরে তোমার বিশ্বস্ততা বয়ে চলেছে;তুমি পৃথিবী স্থাপন করেছ, আর তা স্থির রয়েছে।
91. তোমার আইন-কানুন অনুসারে আজও সব কিছু স্থির আছে,কারণ সেগুলো তোমার অধীনে রয়েছে।
92. তোমার সব নির্দেশে যদি আমি আনন্দ না পেতাম,তবে আমার কষ্টে আমি ধ্বংস হয়ে যেতাম।
93. তোমার নিয়ম-কানুন আমি কখনও ভুলে যাব না,কারণ তার দ্বারাই তো তুমি আমাকে নতুন শক্তি দান করেছ।
94. আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই;তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।
95. দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে,কিন্তু তোমার বাক্য নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।
96. আমি দেখেছি কোন কিছুরই পরিপূর্ণতা নেই,কিন্তু তোমার আদেশগুলো সব দিক থেকেই পরিপূর্ণ।
97. আমি তোমার নির্দেশ কত ভালবাসি!সারা দিন আমি তা ধ্যান করি।
98. তোমার সব আদেশ আমার শত্রুদের চেয়েআমাকে বুদ্ধিমান করে তোলে,কারণ সেগুলো সব সময়েই আমার সংগে সংগে থাকে।
99. আমার সব শিক্ষকদের চেয়ে আমি জ্ঞানবান,কারণ তোমার সমস্ত কথা আমি ধ্যান করি।
100. বৃদ্ধ লোকদের চেয়েও আমি বেশী বুঝি,কারণ আমি তোমার নিয়ম-কানুন পালন করি।
101. সমস্ত কুপথ থেকে আমার পা আমি সরিয়ে রেখেছি,যাতে আমি তোমার বাক্য পালন করতে পারি।
102. তোমার আইন-কানুনের পথ থেকে আমি সরে যাই নি,কারণ তুমি নিজেই আমাকে শিক্ষা দিয়েছ।
103. তোমার সব প্রতিজ্ঞা আমার জিভে কেমন মিষ্টি লাগে!তা আমার মুখে মধুর চেয়েও মিষ্টি মনে হয়।
104. তোমার নিয়ম-কানুন থেকে আমি বিচারবুদ্ধি লাভ করি,তাই আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।
105. তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি,আমার চলার পথের আলো।
106. আমি তোমার ন্যায়পূর্ণ আইন-কানুন মেনে চলার শপথ করেছি,আর সেই শপথ পাকাপোক্ত করেছি।