82. তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবার অপেক্ষায় আমার চোখ দুর্বল হয়ে পড়েছে;আমি বলি, “কখন তুমি আমাকে সান্ত্বনা দেবে?”
83. আংগুর-রস রাখা চামড়ার থলি ধূমায় যেমন নষ্ট হয়ে যায়আমি তেমনই হয়েছি;তবুও তোমার নিয়ম আমি ভুলে যাই না।
84. তোমার এই দাসের আয়ু আর কতকাল?আমাকে যারা অত্যাচার করে কবে তুমি তাদের বিচার করবে?
85. অহংকারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে;তারা তোমার নির্দেশ মানে না।
86. তোমার সমস্ত আদেশই বিশ্বাসযোগ্য।লোকে মিথ্যা কথা বলে আমাকে অত্যাচার করে;তুমি আমাকে সাহায্য কর।
87. পৃথিবী থেকে তারা আমাকে প্রায় মুছে ফেলেছিল,কিন্তু তোমার নিয়ম-কানুন আমি ত্যাগ করি নি।
88. তোমার অটল ভালবাসায় তুমি আমাকে নতুন শক্তি দাও,যাতে তোমার মুখের বাক্য আমি পালন করতে পারি।
89. হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে চিরকাল স্থির আছে।
90. বংশের পর বংশ ধরে তোমার বিশ্বস্ততা বয়ে চলেছে;তুমি পৃথিবী স্থাপন করেছ, আর তা স্থির রয়েছে।
91. তোমার আইন-কানুন অনুসারে আজও সব কিছু স্থির আছে,কারণ সেগুলো তোমার অধীনে রয়েছে।
92. তোমার সব নির্দেশে যদি আমি আনন্দ না পেতাম,তবে আমার কষ্টে আমি ধ্বংস হয়ে যেতাম।
93. তোমার নিয়ম-কানুন আমি কখনও ভুলে যাব না,কারণ তার দ্বারাই তো তুমি আমাকে নতুন শক্তি দান করেছ।
94. আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই;তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।
95. দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে,কিন্তু তোমার বাক্য নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।
96. আমি দেখেছি কোন কিছুরই পরিপূর্ণতা নেই,কিন্তু তোমার আদেশগুলো সব দিক থেকেই পরিপূর্ণ।