37. অসার জিনিসের দিক থেকে তুমি আমার চোখ ফিরাও;তোমার পথে চলতে আমাকে নতুন শক্তি দাও।
38. তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছতা তুমি পূর্ণ কর,যাতে আমি তোমাকে ভক্তি করতে পারি।
39. আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই;সত্যিই তোমার আইন-কানুন মংগল বয়ে আনে।