36. অন্যায় লাভের দিকে আমার অন্তর যেন না ফেরে,বরং তোমার কথার দিকে তুমি আমার অন্তর ফিরাও।
37. অসার জিনিসের দিক থেকে তুমি আমার চোখ ফিরাও;তোমার পথে চলতে আমাকে নতুন শক্তি দাও।
38. তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছতা তুমি পূর্ণ কর,যাতে আমি তোমাকে ভক্তি করতে পারি।
39. আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই;সত্যিই তোমার আইন-কানুন মংগল বয়ে আনে।
40. তোমার নিয়ম-কানুনের প্রতি আমার আগ্রহ রয়েছে;তুমি ন্যায়বান বলে আমাকে নতুন শক্তি দাও।
41. হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা আমাকে দেখাও;তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।
42. তাহলে যারা আমাকে ঠাট্টা করে তাদের আমি উত্তর দিতে পারব,কারণ আমি তোমার বাক্যের উপর নির্ভর করি।
43. তোমার সত্যের বাক্য তুমি আমার মুখ থেকেএকেবারে কেড়ে নিয়ো না,কারণ তোমার আইন-কানুনের উপরেইআমি আশা করে রয়েছি।
44. আমি সব সময় তোমার নির্দেশ পালন করব,চিরকাল তা করব।
45. আমি বিনা বাধায় জীবন কাটাব,কারণ তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।
46. তুমি যে সব কথা বলেছ তা আমি রাজাদের সামনে বলব;আমি লজ্জিত হব না।
47. তোমার সব আদেশ পালন করার মধ্যে আমি আনন্দ পাই,কারণ আমি সেগুলো ভালবাসি।
48. তোমার সব আদেশের প্রতি আমার গভীর আগ্রহ আছে,কারণ আমি সেগুলো ভালবাসি;তোমার নিয়ম আমি ধ্যান করি।
49. তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছতা মনে করে দেখ;তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।
50. তোমার বাক্য যে আমাকে নতুন শক্তি দেয়,কষ্টভোগের সময় এটাই আমার সান্ত্বনা।