34. আমাকে বুঝবার শক্তি দাও,যাতে আমি তোমার নির্দেশ অনুসারে চলতে পারিআর আমার সমস্ত অন্তর দিয়ে তা পালন করতে পারি।
35. তোমার আদেশের পথে আমাকে চালাও,কারণ তাতেই আমি আনন্দ পাই।
36. অন্যায় লাভের দিকে আমার অন্তর যেন না ফেরে,বরং তোমার কথার দিকে তুমি আমার অন্তর ফিরাও।
37. অসার জিনিসের দিক থেকে তুমি আমার চোখ ফিরাও;তোমার পথে চলতে আমাকে নতুন শক্তি দাও।
38. তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছতা তুমি পূর্ণ কর,যাতে আমি তোমাকে ভক্তি করতে পারি।
39. আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই;সত্যিই তোমার আইন-কানুন মংগল বয়ে আনে।
40. তোমার নিয়ম-কানুনের প্রতি আমার আগ্রহ রয়েছে;তুমি ন্যায়বান বলে আমাকে নতুন শক্তি দাও।