গীতসংহিতা 119:29-36 পবিত্র বাইবেল (SBCL)

29. আমার মধ্য থেকে ছলনা দূর কর;তুমি দয়া করে তোমার শিক্ষা আমাকে দান কর।

30. আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি;তোমার আইন-কানুন আমার সামনে রেখেছি।

31. হে সদাপ্রভু, আমি তোমার কথা আঁকড়ে ধরে রেখেছি;তুমি আমাকে লজ্জা পেতে দিয়ো না।

32. তোমার আদেশের পথে আমি দৌড়ে যাব,কারণ তুমি আমার অন্তর খুলে দিয়েছ।

33. হে সদাপ্রভু, তোমার নিয়ম সম্বন্ধে আমাকে শিক্ষা দাও;জীবনের শেষ পর্যন্ত আমি তা পালন করব।

34. আমাকে বুঝবার শক্তি দাও,যাতে আমি তোমার নির্দেশ অনুসারে চলতে পারিআর আমার সমস্ত অন্তর দিয়ে তা পালন করতে পারি।

35. তোমার আদেশের পথে আমাকে চালাও,কারণ তাতেই আমি আনন্দ পাই।

36. অন্যায় লাভের দিকে আমার অন্তর যেন না ফেরে,বরং তোমার কথার দিকে তুমি আমার অন্তর ফিরাও।

গীতসংহিতা 119