গীতসংহিতা 119:27-30 পবিত্র বাইবেল (SBCL)

27. তোমার নিয়ম-কানুনের নির্দেশ আমাকে বুঝবার শক্তি দাও;তাহলে আমি তোমার আশ্চর্য আশ্চর্য কাজের বিষয়ধ্যান করতে পারব।

28. দুঃখে আমার প্রাণ কাতর হয়ে পড়েছে;তোমার বাক্য অনুসারে আমাকে শক্তি দান কর।

29. আমার মধ্য থেকে ছলনা দূর কর;তুমি দয়া করে তোমার শিক্ষা আমাকে দান কর।

30. আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি;তোমার আইন-কানুন আমার সামনে রেখেছি।

গীতসংহিতা 119