গীতসংহিতা 119:160-164 পবিত্র বাইবেল (SBCL)

160. তোমার সমস্ত বাক্য সত্য;তোমার প্রত্যেকটি ন্যায়পূর্ণ আইন চিরকাল স্থায়ী।

161. শাসনকর্তারা বিনা কারণেই আমার উপর অত্যাচার করেন,কিন্তু আমার অন্তরে তোমার বাক্যের প্রতিভক্তিপূর্ণ ভয় রয়েছে।

162. যুদ্ধে পাওয়া জিনিসপত্র নিয়ে লোকে যেমন আনন্দ পায়,ঠিক তেমনি তোমার প্রতিজ্ঞার জন্য আমি আনন্দ পাই।

163. মিথ্যাকে আমি ঘৃণা করি, জঘন্য মনে করি,কিন্তু তোমার নির্দেশ আমি ভালবাসি।

164. তোমার ন্যায়পূর্ণ আইন-কানুনের জন্যদিনে সাত বার আমি তোমার গৌরব করি।

গীতসংহিতা 119