153. আমার দুর্দশার দিকে তাকাও, আমাকে রক্ষা কর,কারণ আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।
154. আমার পক্ষ হয়ে কথা বল,আর আমি যে নির্দোষ তা প্রমাণ কর;তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
155. দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে,কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।
156. হে সদাপ্রভু, তোমার মমতা অনেক বেশী;তোমার আইন-কানুন অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
157. আমার শত্রুরা ও অত্যাচারী লোকেরা সংখ্যায় অনেক,কিন্তু আমি তোমার বাক্য থেকে সরে যাই নি।
158. বিশ্বাসঘাতকদের দেখে আমার ঘৃণা লাগে,কারণ তারা তোমার বাক্য অনুসারে চলে না।
159. দেখ, আমি তোমার নিয়ম-কানুন কেমন ভালবাসি!হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা অনুসারেআমাকে নতুন শক্তি দাও।
160. তোমার সমস্ত বাক্য সত্য;তোমার প্রত্যেকটি ন্যায়পূর্ণ আইন চিরকাল স্থায়ী।
161. শাসনকর্তারা বিনা কারণেই আমার উপর অত্যাচার করেন,কিন্তু আমার অন্তরে তোমার বাক্যের প্রতিভক্তিপূর্ণ ভয় রয়েছে।
162. যুদ্ধে পাওয়া জিনিসপত্র নিয়ে লোকে যেমন আনন্দ পায়,ঠিক তেমনি তোমার প্রতিজ্ঞার জন্য আমি আনন্দ পাই।
163. মিথ্যাকে আমি ঘৃণা করি, জঘন্য মনে করি,কিন্তু তোমার নির্দেশ আমি ভালবাসি।
164. তোমার ন্যায়পূর্ণ আইন-কানুনের জন্যদিনে সাত বার আমি তোমার গৌরব করি।
165. যারা তোমার নির্দেশ ভালবাসে তারা খুব শান্তি পায়;কোন কিছুতেই তারা উছোট খায় না।
166. হে সদাপ্রভু, তুমি আমাকে উদ্ধার করবেআমি সেই আশায় আছি,আর তোমার আদেশ পালন করছি।
167. আমি তোমার সব কথা মেনে চলি আর তা খুব ভালবাসি।
168. আমি তোমার নিয়ম-কানুন ও সব কথা মেনে চলি,কারণ আমার জীবনের আগাগোড়াই তোমার জানা আছে।