131. তোমার আদেশ পাবার জন্য আমি আকুল হয়ে ছিলাম,যেন আমি মুখ খুলে হাঁপাচ্ছিলাম।
132. যারা তোমাকে ভালবাসে তাদের প্রতি তুমি যেমন করে থাক,তেমনি করে তুমি আমার দিকে ফেরো ও আমার প্রতি দয়া কর।
133. তোমার বাক্য অনুসারে ঠিক পথে চলবার জন্যতুমি আমার পা স্থির কর;কোন অন্যায় যেন আমার উপরে কর্তৃত্ব না করে।