13. তোমার মুখ থেকে যে সব আইন-কানুন বের হয়েছেআমার মুখ তা প্রকাশ করবে।
14. মহাধন লাভ করলে মানুষ যেমন আনন্দ পায়,তোমার কথা মেনে চলে আমি তেমনই আনন্দ পাই।
15. আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করি,আর তোমার পথের দিকে মনোযোগ দিই।
16. তোমার নিয়মের মধ্যে আমি আনন্দ পাই;তোমার বাক্য আমি ভুলে যাব না।
17. তোমার এই দাসের মংগল কর যেন আমি বেঁচে থাকিআর তোমার বাক্য পালন করতে পারি।
18. আমার চোখ খুলে দাও যাতে তোমার শিক্ষার মধ্যেআমি আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই।
19. আমি তো পৃথিবীতে বাসকারী একজন বিদেশী;তোমার আদেশ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না।
20. তোমার আইন-কানুন জানার জন্য সব সময়আমার প্রাণের আকুলতা খুব বেশী।
21. তুমি অহংকারীদের ধমক দিয়ে থাক;তারা তো অভিশপ্ত,তারা তোমার আদেশের পথ ছেড়ে ঘুরে বেড়ায়।
22. অপমান ও ঠাট্টা-বিদ্রূপ তুমি আমার কাছ থেকে দূর কর,কারণ আমি তোমার কথা মেনে চলি।