127. সেইজন্য আমি তোমার সমস্ত আদেশসোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও ভালবাসি।
128. তোমার সমস্ত নিয়ম-কানুন আমি ঠিক বলে মনে করি,আর সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।
129. তোমার সমস্ত কথা চমৎকার,সেইজন্যই আমি তা পালন করে থাকি।
130. তোমার বাক্য প্রকাশিত হলে তা আলো দান করে;তা সরলমনা লোকদের বুঝবার শক্তি দেয়।