গীতসংহিতা 119:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. হে সদাপ্রভু, তুমি ধন্য।তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

13. তোমার মুখ থেকে যে সব আইন-কানুন বের হয়েছেআমার মুখ তা প্রকাশ করবে।

14. মহাধন লাভ করলে মানুষ যেমন আনন্দ পায়,তোমার কথা মেনে চলে আমি তেমনই আনন্দ পাই।

15. আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করি,আর তোমার পথের দিকে মনোযোগ দিই।

16. তোমার নিয়মের মধ্যে আমি আনন্দ পাই;তোমার বাক্য আমি ভুলে যাব না।

গীতসংহিতা 119