গীতসংহিতা 119:119-123 পবিত্র বাইবেল (SBCL)

119. পৃথিবীর সব দুষ্টদের তুমি ময়লার মত দূর করে দিয়ে থাক,সেইজন্যই তো তোমার সব কথা আমি ভালবাসি।

120. তোমার ভয়ে আমার গায়ে কাঁটা দেয়;তোমার আইন-কানুনের দরুন আমি ভয়-ভক্তিতে পূর্ণ হই।

121. আমি ন্যায়বিচার ও ন্যায় কাজ করেছি;যারা আমাকে অত্যাচার করে তাদের হাতেতুমি আমাকে ছেড়ে দিয়ো না।

122. তোমার এই দাসের মংগলের ভার তুমি নাও;অহংকারীদের আমাকে অত্যাচার করতে দিয়ো না।

123. তোমার সততা অনুসারে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা পূর্ণ হবারএবং তোমার দেওয়া উদ্ধার পাবার অপেক্ষায় থেকেআমার চোখ দুর্বল হয়ে পড়েছে।

গীতসংহিতা 119