গীতসংহিতা 119:107-119 পবিত্র বাইবেল (SBCL)

107. আমি অনেক কষ্ট সহ্য করছি;হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে আমাকে নতুন শক্তি দাও।

108. হে সদাপ্রভু, আমি নিজের ইচ্ছায় যে প্রশংসা উৎসর্গ করিতা তুমি গ্রহণ কর,আর তোমার আইন-কানুন আমাকে শিক্ষা দাও।

109. যদিও সব সময় আমি জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে চলি,তবুও তোমার নির্দেশ আমি ভুলে যাই না।

110. দুষ্টেরা আমার জন্য ফাঁদ পেতেছে,কিন্তু আমি তোমার নিয়ম-কানুন থেকে সরে যাই নি।

111. তোমার বাক্য আমার চিরকালের সম্পত্তি;তা আমার অন্তরের আনন্দ।

112. সব সময়, এমন কি, শেষ পর্যন্ততোমার নিয়ম পালন করার জন্যআমার অন্তরকে আমি স্থির করেছি।

113. দু’মনা লোকদের আমি পছন্দ করি না,কিন্তু তোমার নির্দেশ আমি ভালবাসি।

114. তুমিই আমার আশ্রয় ও আমার ঢাল;তোমার বাক্যের উপরেই আমি আশা রেখেছি।

115. তোমরা যারা মন্দ কাজ কর,তোমরা আমার কাছ থেকে দূর হও,যাতে আমার ঈশ্বরের আদেশ আমি পালন করতে পারি।

116. তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে ধরে রাখ,তাতে আমি বেঁচে থাকব;তোমার উপর আমার যে আশা আছেসেই বিষয়ে তুমি আমাকে লজ্জিত হতে দিয়ো না।

117. আমাকে ধর, তাহলে আমি রক্ষা পাব,আর তোমার নিয়ম আমি সব সময় মেনে চলব।

118. তোমার নিয়ম থেকে যারা দূরে চলে যায়তাদের তুমি অগ্রাহ্য করেছ,কারণ তাদের ভান করা নিষ্ফল।

119. পৃথিবীর সব দুষ্টদের তুমি ময়লার মত দূর করে দিয়ে থাক,সেইজন্যই তো তোমার সব কথা আমি ভালবাসি।

গীতসংহিতা 119