1. ধন্য তারা, যারা নিখুঁত জীবন কাটায় আর সদাপ্রভুর নির্দেশ অনুসারে চলে।
2. ধন্য তারা, যারা তাঁর কথা মেনে চলেআর সমস্ত অন্তর দিয়ে তাঁর ইচ্ছামত চলে।
3. তারা কোন অন্যায় করে না;তারা সদাপ্রভুর পথেই চলে।
4. তুমি নিয়ম-কানুন ঠিক করে দিয়েছযেন আমরা তা যত্নের সংগে পালন করি।