গীতসংহিতা 118:21-25 পবিত্র বাইবেল (SBCL)

21. আমি তোমাকে ধন্যবাদ জানাব,কারণ তুমি আমার কথা শুনেছ;আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।

22. রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিলসেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;

23. সদাপ্রভুই এটা করলেন,আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে।

24. এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন;এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।

25. হে সদাপ্রভু, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর;হে সদাপ্রভু, মিনতি করি সফলতা দান কর।

গীতসংহিতা 118