5. সদাপ্রভু দয়াময় ও ন্যায়বান;আমাদের ঈশ্বর মমতায় পূর্ণ।
6. সদাপ্রভু সরলমনা লোকদের রক্ষা করেন;আমি অসহায় হয়ে পড়েছিলামকিন্তু তিনিই আমাকে উদ্ধার করেছিলেন।
7. হে আমার প্রাণ, আবার শান্ত হও,কারণ সদাপ্রভু তোমার অনেক মংগল করেছেন।
8. হে সদাপ্রভু, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ,চোখের জল থেকে আমার চোখ,আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ।
9. আমি জীবিতদের মধ্যে সদাপ্রভুর সামনে চলাফেরা করব।
10. যখন আমি বলেছিলাম, “আমি খুব দুর্দশায় পড়েছি,”তখনও আমার বিশ্বাস ছিল।
11. আমি ভয় পেয়ে বলেছিলাম, “সব মানুষই মিথ্যাবাদী।”
12. সদাপ্রভু আমার যে সব মংগল করেছেনতার বদলে আমি তাঁকে কি দেব?
13. তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন,সেজন্য ঢালন-উৎসর্গের পেয়ালা আমি তুলে ধরবআর তাঁর গৌরব ঘোষণা করব।
14. সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছিতাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব।
15. সদাপ্রভুর কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী।
16. হে সদাপ্রভু, সত্যিই আমি তোমার দাস,তোমারই দাস, তোমার দাসীর ছেলে;তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ।
17. আমি তোমার উদ্দেশে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করবআর তোমার গৌরব ঘোষণা করব।