14. সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছিতাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব।
15. সদাপ্রভুর কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী।
16. হে সদাপ্রভু, সত্যিই আমি তোমার দাস,তোমারই দাস, তোমার দাসীর ছেলে;তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ।
17. আমি তোমার উদ্দেশে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করবআর তোমার গৌরব ঘোষণা করব।
18. সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছিতাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব;