1. আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়,কিন্তু তোমার গৌরব হোক;তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্যই হোক।
2. অন্য জাতিরা কেন বলবে, “কোথায় ওদের ঈশ্বর?”
3. আমাদের ঈশ্বর স্বর্গে আছেন;তাঁর ইচ্ছামত তিনি কাজ করেন।
4. ওদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়েমানুষের হাতে গড়া।
5. তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,চোখ আছে কিন্তু দেখতে পায় না;