3. সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্তসদাপ্রভুর গৌরব হোক।
4. সমস্ত জাতি সদাপ্রভুর অধীন;আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।
5. আর কে আছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত?তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন
6. আর নীচু হয়ে মহাকাশ ও পৃথিবীর দিকে তাকান।