5. যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করেতার মংগল হয়।
6. সে সব সময় স্থির থাকবে;ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে।
7. অমংগলের সংবাদেও সে ভয় পাবে না;তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে।
8. তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না;শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে।
9. সে খোলা হাতে গরীবদের দান করেছে;তার সততা চিরকাল স্থায়ী,তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে।