গীতসংহিতা 110:2-6 পবিত্র বাইবেল (SBCL)

2. তোমার রাজপদের অধিকার সদাপ্রভু সিয়োন থেকেপ্রকাশ করবেন;তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকেতুমি রাজত্ব কোরো।”

3. যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে;পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির,তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।

4. সদাপ্রভু শপথ করেছেন, “তুমি চিরকালের জন্যমল্কীষেদকের মত পুরোহিত।”এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।

5. প্রভু তোমার ডান পাশে আছেন;তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের শেষ করে দেবেন।

6. তিনি বিভিন্ন জাতির বিচার করে রায় দেবেন;তিনি পৃথিবী মৃতদেহে পরিপূর্ণ করবেন;তিনি পৃথিবীর সব জায়গায় শত্রুদের মাথা চুরমার করবেন।

গীতসংহিতা 110