গীতসংহিতা 109:27-30 পবিত্র বাইবেল (SBCL)

27. তারা জানুক এ তোমারই কাজ;তুমিই, হে সদাপ্রভু, এই কাজ করেছ।

28. তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ কোরো;তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে,কিন্তু তোমার দাস আনন্দিত হবে।

29. আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক,আর লজ্জা চাদরের মত তাদের দেহে জড়িয়ে থাকুক।

30. আমি সকলের সামনে সদাপ্রভুর অনেক ধন্যবাদ করব,আর অনেক লোকের মধ্যে তাঁর প্রশংসা করব;

গীতসংহিতা 109