17. তারা অভিশাপ দিতে ভালবাসত,তাই সেই অভিশাপ তাদেরই উপরে পড়ল;আশীর্বাদ করতে তাদের ভাল লাগত না,তাই আশীর্বাদ তাদের কাছ থেকে দূরে গেল।
18. কাপড় পরার মত করে অভিশাপ দেওয়াতাদের অভ্যাসে দাঁড়িয়েছিল;তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের জল খাওয়ার মতআর দেহে তেল মাখাবার মত।
19. সেই অভিশাপ চাদরের মত তাদের জড়িয়ে রাখুকআর কোমর-বাঁধনির মত সব সময় বেঁধে রাখুক।
20. আমার বিপক্ষেরা, যারা আমার বিষয়ে মন্দ কথা বলে,তারা সদাপ্রভুর কাছ থেকে যেন এই ফলই পায়।
21. কিন্তু তুমি, হে প্রভু সদাপ্রভু,তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর;তোমার ভালবাসা মংগলময় বলে তুমি আমাকে উদ্ধার কর।
22. আমি দুঃখী ও অভাবী;আমি অন্তরে আঘাত পেয়েছি।
23. বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি;পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে।
24. না খেয়ে খেয়ে আমার হাঁটু দুর্বল হয়েছে;আমার দেহ রোগা হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে।
25. আমার বিপক্ষদের কাছে আমি ঠাট্টার পাত্র হয়েছি;তারা আমাকে দেখে মাথা নাড়ে।
26. হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমাকে সাহায্য কর;তোমার অটল ভালবাসার দরুন আমাকে রক্ষা কর।